1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ ৩জন গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার।

শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয়ের উত্তরে শাহিন ফার্নিচার দোকানের পূর্ব পাশের্^ আতা ফল বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর কলোনীপাড়ার মোঃ আনারুল ইসলাম ছেলে ও কিশোর গ্যাংয়ের মুলহোতা মোঃ ফেরদৌসুর রহমান সিজান (১৯), প্লান্টিক পাড়ার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (২১) ও আলীনগর রেলপাড়ার মোঃ বাবলু ইসলামের ছেলে মোঃ রমজান আলী (১৯)।

রবিবার দুপুরে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয়ের উত্তরে শাহিন ফার্নিচার দোকানের পূর্ব পাশের আতা ফল বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি ক্ষুর, ১টি খেলনা পিস্তল, ৫ পুরিয়া গাঁজা ও ১টি গাঁজা সেবনের কলকি উদ্ধার করা হয়।

এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD