
আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, সুইচ গিয়ার, লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনগাও এলাকার মৃত নেয়ামত উল্লার ছেলে ইকবাল হোসেন(২৫), মুড়াপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ সোহাগ আহাম্মদ (৩০), দরিকান্দি ( কলাতলী) গ্রামের আঃ কাদির মিয়ার ছেলে সিফাত উল্লাহ(২৮) ও হোরগাও এলাকার আবু সিদ্দিক মোল্লার ছেলে শাহীন মিয়া (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে উপজেলার কালিবাড়ি এলাকায় বিশেষ অভিযান চলাকালে মনোহরদী শ্মশান ঘাটে ডাকাতির প্রস্ততিকালে তাদের গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক তৈয়ব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।