1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

রূপগঞ্জে হত্যার বিচার দাবিতে মানববন্ধন,বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২০০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে হাবিবুর রহমান সবুর হত্যায় জড়িতদের বিচারের দাবিতে দাউদপুর এলাকায় মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এলাকবাসী।

হাবিবুর রহমান সবুর এর পরিবার ও এলাকাবাসী জানান পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান সবুরকে ইট ভাটার ভিতরে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়। পরে লাশ গুম করার জন্য নদী পথে ট্রলারযোগে নেয়ার প্রস্তুতি কালে ইটভাটার সুপারভাইজার ও নৈশো প্রহরী কে দেখে লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে রূপগঞ্জ কালিগঞ্জ সড়কে জড়ো হন হাবিবুর রহমান সবুর এর পরিবার ও এলাকাবাসী। প্রথমে সড়কে মানববন্ধন করেন তাঁরা। এরই একপর্যায়ে সড়কে বসে পড়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এতে রূপগঞ্জ কালিগঞ্জ সড়কে প্রায় ২ ঘন্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে রূপগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন এ ঘটনায় একটি মামলা হয়েছে অপরাধীদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD