1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়ে চলছে পুলিশের তল্লাশি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ বলছে, এটি তাদের রুটিন কাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ঢাকামুখী বাস, মিনিবাস, প্রাইভেটকার, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। কোনো যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতরে তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।

আজিজ হোসেন নামে এক যাত্রী বলেন, অফিসে কাজ শেষে প্রাইভেটকারে চড়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। তেমন ভোগান্তির শিকার হতে হয়নি।

ইকবাল নামের আরেক যাত্রী বলেন, জরুরি কাজে যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে গাড়িতে উঠেছি। মৌচাক আসামাত্রই পুলিশ আমাদের বাস থামিয়ে সবাইকে তল্লাশি করেছে। কিছু না পেয়ে বাস ছেড়ে দেয়।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, চেকপোস্ট আমাদের রুটিন কাজ। এটি বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। আমাদের জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। জনগণের সড়কে যাতায়াত করতে যেন কোনো সমস্যা না হয় সেজন্যই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে কারণে এ চেকপোস্ট বসানো হয়েছে।

গাড়ি থামিয়ে তল্লাশির বিষয়ে তিনি বলেন, আমাদের কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD