নিজস্ব প্রতিবেদকঃ
বন্দরে ডজন মামলার আসামী ও উত্তরাঞ্চলের সন্ত্রাসী আমিনুল হক (৩৯ কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারী) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল হক চিড়াইপাড়া কলোনী এলাকার মৃত আব্দুল খালেক শেখের ছেলে। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে স্থানীয় ঝুট ও চিড়াইপাড়া কলোনী মাদক ব্যবসা নিয়ন্ত্রনসহ পুলিশের উপর হামলা ঘটনায় দুই মামলাসহ চাঁদাবাজি ও লুটপাট অপহরণসহ এক ডজন মামলার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ আরো জানায়, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক সদস্য আমিনুল হককে ওয়ারেন্টে গ্রপ্তার করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর রাতে রেজিস্ট্রেশন বিহীন মটরসাইকেলের কাগজপত্র চাওয়ায় কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের উপর হামলার মামলার অন্যাতম আসামী আমিনুল। সম্প্রতি সময়ে আমিনুল হাইকোর্ট থেকে জামিনে এসে বুধবার বেলা ১১টার দিকে নিজ এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিয়ে আড্ডা করার সময় বন্দর থানা ও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে ওই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হগয়।