নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) চাড়াস্থ মেনিন ২০০০ চাইনিজ রেস্টুরেন্টে শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুছ আহমাদ ওই নতুন কমিটি ঘোষণা করেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাও. লোকমান হোসেন জাফরী।
প্রধান অতিথি উপস্থিত শুরা সদস্যদের পরামর্শ গ্রহণ করে সভাপতি হিসেবে মুফতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুহা. নুর হোসেন ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান।
পরিশেষে, নতুন কমিটিকে নব-উদ্যোমে কাজ করার দিকনির্দেশনা দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাতের মাধ্যমে অধিবেশন সমাপ্ত করেন।