1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

আড়াইহাজারে ইজিবাইকচালক রুবেল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জের আড়াইহাজারে ইজিবাইকচালক রুবেল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদীর ইছাখালির ছলিম উদ্দিনের ছেলে কাউসার (২৮) ও ফারুক মিয়ার ছেলে নাঈম (৩০)।

সোমবার (১৭ জুলাই) জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৬ জুলাই রূপগঞ্জ থানাধীন টেকপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে রুবেলের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব-পরিকল্পিতভাবে চার আসামি মাধবদি থেকে পুরিন্দা যাওয়ার জন্য ইজিবাইকটি ভাড়া করেন।

পুরিন্দা যাওয়ার পথে রাত ও নির্জন হওয়ায় তারা চারজন জোরপূর্বক ইজিবাইক থেকে চালককে নামিয়ে গামছা দিয়ে হাত-পা বেঁধে মারধর করেন। পরে আসামিরা চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD