1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ৮০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি হলেন- মো. আখতারুজ্জামান ওরফে দিলশান নীলফামারী সদর থানার কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ কাঁচপুর ওমর আলী স্কুলের সামনে অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে মো. আখতারুজ্জামান ওরফে দিলশান নামের এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।

এ সময় কাছ থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD