1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে তিন যুবককে আটক করেছে র‌্যাব-৩। তাদের দাবি আটককৃতরা মাদককারবারি। রবিবার (১৬ জুলাই) তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, নড়াইল জেলার মো. হালিম সিকদারের ছেলে মো. হেলাল সিকদার (২৩), ভোলার মো. সোলেমানের ছেলে আশরাফুল ইসলাম (২৮) ও লক্ষীপুরের মো. আলমগীরের ছেলে মো. জুয়েল (২২)।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ফারজানা হক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানায়, মাদককারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা কুমিল্লা থেকে গাঁজা এনে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ সময় তাদের কাছ মাদক পরিবহনের কাজ থেকে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তাদের নামে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD