1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ২৮ জুন ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ফতুল্লা থানায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা ও র‍্যালী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২২০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
“নিজ আঙ্গিনা পরিস্কার করি, ডেঙ্গুমুক্ত আবাস গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার ও জেলা পুলিশ সুপারের নির্দেশে ফতুল্লা মডেল থানার কম্পাউন্ড ডেঙ্গু মুক্ত আবাস গড়া ও নিজেদের আঙ্গিনা পরিস্কার করার লক্ষ্যে র‌্যালি এবং মশা নিধন কর্মসূচী উদ্ধোধন করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া(পি.পি.এম)।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১ টায় ফতুল্লা মডেল থানা কম্পাউন্ডে এই কার্যক্রম কর্মসূচি উদ্ধোধন করেন।

এ সময় এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ স্থানগুলো শনাক্ত করে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে ফতুল্লা থানায় বিভিন্ন সময়ে আলামতের পরিত্যক্ত গাড়িগুলোতে ফগার মেশিন দ্বারা স্প্রে করা ও পাউডার ছিটানো হয়, যাতে দীর্ঘদিনের পড়ে থাকা গাড়িগুলোতে এডিস মশা বংশ বিস্তার না করতে পারে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া (পি,পি,এম) জানান,সারাদেশে ডেঙ্গুর প্রভাব অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু বিস্তার রোধে পুলিশের হেড কোয়াটার ও জেলা পুলিশ সুপারের নির্দেশে আজ(শুক্রবার) বেলা ১১ টায় জেলার পুলিশ লাইন,প্রতিটি ব্যারক,ফাড়ি ও থানাতে একযোগে মশন নিধন ও পরিস্কার পরিচ্ছনতার কার্যক্রম শুরু হয়।

এরই অংশ হিসেবে ফতুল্লা থানা কম্পাউন্ডের চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্দ্যেগ নেয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মো. নুরে আযম, ইইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন, উপ-পরিদর্শক মো. হারেস শিকদার সহ ফতুল্লা মডেল থানার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD