1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে পূর্বাচল উপশহর থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরেশ বাগচী জানান, দুপুরে ১৯ নম্বর সেক্টরের ব্রিজের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, সুরতহালে উদ্ধার হওয়া মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই যুবককে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করে ব্রিজের পাশে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন এবং এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ইন্সপেক্টর পরেশ বাগচী।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD