1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে পুলিশের টিআইকে অপসারণের দাবিতে হকারদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাইওয়ে পুলিশের ট্রাফিক ইনচার্জ (টিআই) শরফুদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে হকাররা।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিক্ষোভ করেন হকার ও পরিবহন ব্যবসায়ীরা।

হকাররা অভিযোগ করে বলে, উচ্ছেদের পর এককালীন টাকা ও দৈনিক হারে চাঁদা নিয়েও তাদের বসতে না দেওয়ায় টিআই শরফুদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।

তারা আরও বলেন, এক এক বার উচ্ছেদ করলেই টিআইকে পুনরায় এককালীন টাকা দিয়ে বসতে হয়। টাকা না দিলেই পুলিশ এসে উচ্ছেদ করে। এছাড়া পুলিশের নামে তিন শতাধিক দোকান থেকে দৈনিক হারে চাঁদা নিয়েও হকারদের বসতে দিচ্ছে না। আমরাও মানুষ আমরা কাজ করে খেতে চাই।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই শরফুদ্দিন বলেন, হকারদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়। তাদের উচ্ছেদ করার কারণে আমার বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD