1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুলসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৬২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামসহ (২৪) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারি বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হল বালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল (২৪) ও একই গ্রামের আবু তালেক এর ছেলে মাহিন (২২)।

ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তাররা আড়াইহাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এরই সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল বালিয়াপাড়া গ্রাম ঘেরাও করে ২০০ পিস ইয়াবা, ১৯ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল ও দুটি মোটর সাইকেলসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। সোমবার ( ৩ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা করা হয়। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

অভিযোগ রয়েছে, সাইফুলের পুরো পরিবার মাদক ব্যবসায়ের সাথে জড়িত। গ্রেপ্তার সাইফুল, তার বাবা মকবুল, মা সোনাতোন বিবি ও ভাই সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সাইফুল গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD