
আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (৩ জুন) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড অংশ বাস চলাচল কিছু সময় বন্ধ ছিল।
নিহত ব্যক্তির নাম এস এম সাঈদুর রহমান। সে নারায়ণগঞ্জ সদরের গোগনগর এলাকার মৃত আলতাফ হোসেন ও রুবিয়া বেগম দম্পতির ছেলে। কাজ করতেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এরিয়া সেলস এক্সেকিউটিভ হিসেবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুঠোফোনে কথা বলে মোটরবাইক চালাচ্ছিলেন নিহত সাঈদুর রহমান। হঠাৎ মাঝ সড়কে মোটরসাইকেল চলে গেলে পিছনে থাকা হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ নূর আযম লাইভ নারায়ণগঞ্জকে জানান, বাস দূর্ঘটনার পর সাইনবোর্ডে স্থানীয়দের হাতে আটক হয় বাস চালক। পরে পুলিশ গিয়ে চালককে উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করেন।