1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

ব্রক্ষপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২০০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজের ২১ ঘণ্টা পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অলিপুরা ব্রীজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিয়াম নামের ওই কিশোর নিখোঁজ হয়। নিহত সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তলিয়ে যায় সিয়াম। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে শনিবার সকালে তাকে উদ্ধারে পুনরায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এরপর সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ পাওয়া যায়।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, উদ্ধারের পর ওই কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD