
আমার নারায়ণগঞ্জঃ
এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে দুই কন্যা শিশু মারা গেছে।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো বোন।
নিহতরা হলেন- হাজিরটেক এলাকার আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা দুজনই হাজিরটেক কওমী মাদরাসার শিক্ষার্থী ছিল।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
স্থানীয়রা জানান, মাদরাসা ছুটির পর তারা বাড়ি ফিরছিল। পথে মাদরাসার পাশের নদীতে তারা গোসল করতে নামে। এ সময় হুমাইরা ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত।
এর আগে ২৫ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকাইন্দাইল ইউনিয়নের হোড়গাও এলাকায় ৩ কন্যা শিশুর মৃত্যু হয়।