
আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে হাফিজুর রহমান সোহান (২৭) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
বুধবার (১৪ জুন) রাতে ফতুল্লার পাগলা রসুলপুর জয়নালের রিকশার গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহানের বাবা জাহাঙ্গীর আলম জানান, তাদের বাসা ফতুল্লার পাগলা পূর্বপাড়ায়। এলাকাতেই সিমেন্টের ব্যবসা সোহানের। স্ত্রী উর্মি আক্তার ও এক মেয়েকে নিয়ে থাকেন। সন্ধ্যার দিকে রসুলপুর জয়নালের গ্যারেজের সামনে জয়নালের ছেলেসহ আরো কয়েকজন সোহানের বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত করে। খবর পেয়ে সেখান থেকে দ্রুত সোহানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সোহানকে তারা ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়েছে।