1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

ফতুল্লায় ব্যবসায়ীকে গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা,গ্রেফতার ৪

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার ভোলাইলে রিয়াজ মুন্সি নামে এক কাপড় ব্যবসায়ীকে গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার রাতে ফতুল্লার গেদ্দার বাজার ব্রীজের উপর ফুটপাতে এঘটনা ঘটে। পুলিশ এঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ মুন্সি (৩৮) ভোলাইল গেদ্দারবাজার ব্রীজের উপর ফুটপাতে দোকান বসিয়ে গেঞ্জি ও প্যান্ট বিক্রি করেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় কিশোরগ্যাংয়ের সদস্য আশরাফুল মিজি, মানিক, আরিফুর রহমান ও আকাশ দাশ সহ তাদের আরো ৪/৫ জন রিয়াজ মুন্সির দোকানের এসে প্যান্ট উলট পালট করতে থাকে।

এসময় রিয়াজ মুন্সি তাদের প্যান্ট উলট পালট করতে নিশেধ করে। এতে কিশোররা ক্ষিপ্ত হয়ে রিয়াজ মুন্সিকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আশরাফুল মিজি সুইচ গিয়ার চাকু দিয়ে রিয়াজ মুন্সির গলায় ছুরিকাঘাত করে।

এসময় সাথে থাকা অন্যারা এলোপাথারী মারধর করে মাল বিক্রির সাড়ে ১১হাজার টাকা লুটে নেয়। তখন আশপাশের লোকজন এসে রিয়াজকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, এঘটনায় রিয়াজ মুন্সির ছোট ভাই শাকিল মুন্সি বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD