1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

রূপগঞ্জে মোবাইল ফোনে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৩১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোনে ডেকে নিয়ে সোলায়মান মিয়া (৫৮) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে ঘটে হত্যাকাণ্ডের ঘটনা।

হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কালাদিসহ আশপাশের এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, রাত ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ব্যবসায়ী সোলায়মান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD