1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

বন্দরে স্কুল ছাত্র জিহাদের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী ছাত্র জিলকদ ওরফে জিহাদ (১৪) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানিয়েছে পাষান্ড মামার প্রহারে তার মৃত্যু বরণ করেছে। অভিযুক্ত মামা ওয়াসিম জানিয়েছে আমার ভাগ্না দীর্ঘ দিন ধরে টাইফয়েড ও লিভার জনতি রোগে আক্রান্ত ছিল।

গত বৃহস্পতিবার (৮ জুন) রাতে ঢাকা যাত্রাবাড়ী এলাকাস্থ তার মায়ের বাড়িতে মারা যায় জিলকদ ওরফে জিহাদ। এর আগে গত বুধবার (৭ জুন) বন্দর থানার লালখারবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্র জিলকদ ওরফে জিহাদ বন্দর থানার লালখারবাগ এলাকার রকিবুল হাসান মিয়ার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার লালখারবাগ এলাকার ফরিদ আহাম্মেদের মেয়ে ময়না বেগমের সাথে গত ১৩ বছর পূর্বে একই এলাকার রকিবুল হাসানের সাথে বিয়ে হয়। বিয়ের ১ বছর পর রকিবুল হাসান হাঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়।

পরে তাদের সংসারে জিলকদ ওরফে জিহাদের জন্ম হয়। জিহাদের পিতা রাকিবুল হাসান নিরুদেশ থাকায় জিহাদের মামাসহ তাদের আত্মীয় স্বজনরা জিহাদের মা ময়না বেগমকে পুনরায় ঢাকা যাত্রাবাড়ী এলাকায় বিয়ে দেয়।

জিহাদ রয়ে যায় তার মামা ওয়াসিম মিয়ার কাছে। জিহাদ কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। অজ্ঞাত কারনে রাগে ক্ষোভে গত বুধবার মামা ওয়াসিম তার স্কুল পড়ুয়া ভাগ্নিা জিলকদ ওরফে জিহাদকে মাথায় তোলে আছাড় মারে।

ওই সময় সে গুরুত্বর আহত হলে তার মামা তাকে ওই দিন তার মায়ের কাছে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় দিয়ে আসে। পরে গত বৃহস্পতিবার রাতে স্কুল ছাত্র জিহাদ তার মায়ের কাছে মৃত্যু বরণ করে।

অভিযুক্ত মামা ওয়াসিম মিয়া জানান, ছোট কাল থেকে জিহাদকে আমি বড় করে তুলেছি। সে আমার সন্তান। গত ২/১ বছর ধরে জিহাদ টাইর্ফোড ও লিভার রোগে ভূগছিল। গত বৃহস্পতিবার রাতে আমার ভাগ্না তার মায়ের কাছে মৃত্যু বরণ করলে শুক্রবার সকালে তাকে বন্দর লালখারবাগ এলাকায় জানাযা শেষে স্থানীয় কবরস্থান দাফন করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD