
আমার নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) এর নারায়ণগঞ্জ মহানগর ৫নং আসনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের আমবাগান এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাম্যবাদী দল (এমএল) এর প্রধান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা সাঈদ আহমেদ। তিনি ভিডিও কলের মাধ্যমে উপস্থিত থেকে কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে মেহবুব মিয়া, সহ-সভাপতি মো. বাদশা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ: মতিন, সাংগঠনিক সম্পাদক মো. তানিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সজিব, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম, প্রচার সম্পাদক মো. রুমান, দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, কোষাধ্যক্ষ সুপ্ত, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. কাদির, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক মো. ইসতিয়াক, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক মো. রাকিব, সাংস্কৃতিক সম্পাদক মো. সামির, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. হামজার নাম ঘোষণা করা হয়।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- পারভেজ, মো. সাকিব, সাকিব-২, মো. জাহিদুর, মো. বাপ্পি, মো. হাসান।এ সময় কমিটি ঘোষণার পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।