1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিসিকে ড্রেন ও সড়ক উদ্বোধন করলেন এমপি শামীম ওসমান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ ফতুল্লায় পশ্চিম মাসদাইর ৫তলার মোড় হইতে বিসিক ৩নং গেইটের ব্রিজ পর্যন্ত নির্মিত আরসিসি ড্রেন ও রাস্তার উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বুধবার (৭ জুন) বিকালে নারায়ণগঞ্জ বিসিক ৩নং গেইটের সামনে,বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সহযোগীতায় ও সদর উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ওই রাস্তার উদ্বোধন করেন তিনি।

এদিকে, পশ্চিম মাসদাইর ৫তলার মোড় থেকে বিসিক ৩নং গেইটের ব্রিজ পর্যন্ত নির্মিত আরসিসি ড্রেন ও রাস্তার নির্মানে প্রাথমিক অবস্থায় ৭৪ লাখ টাকা টেন্ডার পাশ করানো হয়েছিলো। কিন্তু পরবর্তীতে নির্মান সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় বিসিক শিল্প মালিক সমবায় সমিতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদ যৌথ ভাবে আর্থিক সহযোগীতা করে এই রাস্তা নির্মান কাজ সম্পন্ন করা হয়।

এ সময় এমপি শামীম ওসমান নব নির্মিত রাস্তা পরিদর্শন করেন। পরে সেখান থেকে বিসিক শিল্প মালিক সমবায় সমিতির আয়োজনে ফকির এ্যাপারেলস’র ভবনে বিসিকে অবস্থিত শিল্প মালিকদের সাথে মত বিনিময় সভা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)র নির্বাহী সভাপতি ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি খালেদ হায়দার খান কাজল, সহ সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ) সভাপতি মো.মাহবুবুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ বহু প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শ্রমিকবৃন্দ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD