1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

মাসদাইরে সন্ত্রাসী সাইদ বাহিনীর বিরুদ্ধে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২০১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়নগঞ্জের ফতুল্লা মাসদাইর গুদারাঘাট এলাকায় চাঁদা না পেয়ে অটোর গ্যারেজে হামলা,ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসী সাইদ ও তার বাহিনীর সদস্যরা।

গত ৩ই জুন রোজ শনিবার রাতে সন্ত্রাসী সাইদ ও তার বাহিনীর সদস্যরা অস্ত্র-সস্ত্র নিয়ে এই ঘটনা ঘটায়।

গ্যারেজ মালিক শহিদ মিয়া জানান,দীর্ঘ দিন যাবৎ আমি মাসদাইর গুদারাঘাট এলাকায় অটোর ব্যবসা করে আসছি। গত ৩ই জুন রোজ শনিবার সন্ত্রাসী সাইদ ও তার বাহিনীর সদস্যরা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় শনিবার রাত ৯ঃ৩০ ঘটিকার দিকে সন্ত্রাসী সাইদ ও তার বাহিনীর সদস্যরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ১,২০,০০০ হাজার টাকার ১১ টি গাড়ি ভাঙচুর,ক্যাশে থাকা ৩৫০০০ টাকা ও অটো গাড়ির তিনটি চার্জার জোর করে নিয়ে যান। এই সময় গ্যারেজের ম্যানেজার জাহাঙ্গীর বাধা প্রদান করলে তাকে এলোপাতাড়ি মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং প্রান নাশের হুমকি প্রদান করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এই ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জিয়া জানান,আমরা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD