1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

শীতলক্ষ্যায় নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের এক দিন পর যাত্রী সুমন শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন শেখ বন্দর শাহী মসজিদ পল্লীবিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা। একটি চীনা প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ওসি মনিরুজ্জামান বলেন, বুধবার (৩১ মে) সকাল ৯টায় নদীতে নিখোঁজ হওয়ার পর সুমনের সন্ধানে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ-র ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

আজ সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা আমাদের জানান। উদ্ধারের পর স্বজনরা সুমনের মরদেহ শনাক্ত করেছেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD