
আমার নারায়ণগঞ্জঃ
অসুস্থ মায়ের অপারেশনের জন্য দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া চাইলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজের ১৩ নং ওয়ার্ড সভাপতি আফিফ পাঠান রকি।
আফিফ পাঠান রকি জানান,রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বালুর মাঠ অবস্থিত হেল্থ রিসোর্ট হসপিটালে আমার আম্মা’র অপারেশন সবাই আমার আম্মা’র জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআ’লা তার প্রিয় হাবীব এর উসিলায়
দ্রুত সুস্থতা দান ও নেক হায়াত দারাজ করেন।