আমার নারায়ণগঞ্জঃ
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ,দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুর ২ টায় বন্দর ঝাউতলা এলাকার কমিউনিটি সেন্টারের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহ আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা ও দুস্থদের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আতাউর রহমান মুকুল (সাবেক চেয়ারম্যান,বন্দর উপজেলা পরিষদ ও সাবেক সহ-সভাপতি,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আবুল কাউছার আশা (কাউন্সিলর,২৩নং ওয়ার্ড নাসিক,প্রতিষ্ঠাতা সভাপতি,নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান হানিফ,সোহেল প্রধান (বন্দর ইউনিয়ন সেচ্ছাসেবক দল),মনির হোসেন (বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক),জুয়েল আহম্মেদ (বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব),মোক্তার হোসেন,মাসুদ রানা,মামুন,আলমগীর,রোমান,বকুল,ইসমাইল,জাকির,রনিসহ অঙ্গ সংগঠনের আরো নেতৃবৃন্দ প্রমুখ।