1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

রূপগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৭০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মাজারের সামনে একটি দ্বিতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে ছাদে কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ভূতলা ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মুস্তাফিজুর রহমান।

নিহত শ্রমিকের নাম সোহেল (৩৫)। সে ভূলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকার আইয়ুব আলীর ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রফিকুলের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের ফুপু নাছিমা বেগম বলেন, গত কয়েক দিন ধরে সোহেল কাজ করছিলেন। কিন্তু সোহেল ছাদের পিলারে কাঁঠ লাগানোর সময় ছাদ থেকে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসর বলেন, নিহতের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ ঢাকা মেডিকেলে আছে। নিহত যুবকের পরিবারের সাথে কথা বলেছি। ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহন করবো।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD