1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ২৮ জুন ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

তৃতীয় লিঙ্গের ৮ সদস্য কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবাসহ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত তৃতীয় লিঙ্গের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (২২ মে) দুপুরে র‌্যাব-১১-এর সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রোববার রাতে উপজেলার মদনপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রফিক ওরফে ললিতা (৪০), রবি আলম ওরফে বিউটি (৪০), একরাম ওরফে পরীমনি (২২), রবি আলম ওরফে প্রিয়া (২৪), মো. আল-আমিন ওরফে নিশি (৩৫), রায়হান ওরফে আঁখি (২০), সাবের ওরফে বিজলী (২২) ও ফারুক ওরফে রিয়ামনি (২৫)।

বিজ্ঞপ্তিতে এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের মূল হোতাসহ সবাই তৃতীয় লিঙ্গের। তারা বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানা দিয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে এসব মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD