1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের ১ বছরের সাজা

  • প্রকাশিতঃ রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের সাজা দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ মে) দুপুর ২টায় শহরের ৪ নম্বর ডিআইটি সুপার ডায়াগনস্টিক সেন্টারে গোয়েন্দা সূত্রে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট সনোলজিস্ট (এমবিবিএস) ডাক্তার মোস্তফা মিজানুর রহমানকে আটক করে। পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএসের কাগজপত্র দেখাতে পারেনি। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম আইন অনুযায়ী বিনাশ্রম এক বছরের কারাদণ্ড প্রদান করেন এবং সুপার ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করার নির্দেশ দেন।

নুশরাত আরা খানম জানান, শহরের মধ্যে সুপার ডায়াগনস্টিক সেন্টারে কোনো কাগজপত্র যাচাই ছাড়াই ওই ব্যক্তিকে আলট্রাসনোগ্রাম বিভাগে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটককৃত মিজানুর রহমান নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। এদিকে ডায়াগনস্টিক সেন্টার মালিকদের অসহযোগিতা ও ডাক্তার নিয়োগে কোনো কাগজপত্র দেখাতে না পারায় ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD