1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

গরুর খামারে কাশিপুর এলাকার পান্টু, জিতু,ও কবিরের মাদক ব্যবসা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার বিসিক থেকে মোক্তারপুর এখন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে কিছু লোকের মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ি পান্টু বাহিনী ও তার অনুসারীরা এক কথায় কাশীপুর ইউনিয়ন পরিষদ এর সকল এরিয়া এখন তাদের মাদক ব্যবসার দখলে জানা গেছে যে কাশীপুর ইউনিয়ন এর ফরাজিকান্দার মৃত্য রশিদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ি পান্টু এক সময় গার্মেন্টস শ্রমিক ছিলেন সে সময় থেকেই তার চলাফেরা ছিলো খারাপ ছেলেদের সাথে এলাকার মধ্য চুরি মেয়েদের উপর অত্যাচার ও অপহরণের মতো অভিযোগ আছে তার বিরুদ্ধে এক সময় চলতে চলতে অনেক মাফিয়া বাহিনীর সদস্যদের সাথে পরিচিত তার সুবাদেই খুব কম সংখ্যক সময়ে সে পেয়ে যান মাদকের অঙ্গরাঝ্য যা থেকে তার মাদক ব্যবসার পরিচিতি শহরের বিভিন্ন পর্যায়ে এর ফাকে মারা যায় তার বাবা হোটেল দোকানের মালিক রশিদ মিয়া এর মধ্যেই পান্টু তখন একাদিক মাদক মামলার আসামি।দির্ঘ্য সময় জেল খেটে বের হয়ে টাকা কামানোর নেশায় আবারো শুরু করেন মাদক ব্যবসা এবং সেই থেকেই থামা হলো না পান্টূর একের পর এক মাদক মামলার আসামিও হল সে । কে আছে তাকে রুখবে, এখন বর্তমানে সে নতুন কৌশল অবলম্বন করেন এবং নতুন ভাবেই তৈরি করেছেন মাদকের ব্যবসা। তার নতুন বাহিনীর সদস্য ফরাজিকান্দার চিহ্নিত মাদক ব্যবসায়ি ও পুলিশের ফরমা সবুজ ও একই এলাকার সর্ধার বাড়ির জিতু ও কাশিপুর ডিগ্রিচড় এলাকার কবির কে নিয়ে এখন তার মাদকের বিশাল সম্রাজ।বর্তমানে ডিগ্রিচড় ঘাট এলাকার একটি গরুর খামারে অবাদে চলে মাদক লেনদেন ও সন্ধার পরে চলে জুয়ার আসর এ ঘটনা অনুসন্ধানে গেলে জানা যায় জুয়া খেলতে এসে অনেকের পরিবার ও নিশ্য করেছেন এই পান্টু জিতু,কবির রা জুয়া খেলতে আশা খেলোয়াড়দের মনোরঞ্জন করার জন্য মেয়ে ব্যবস্থা করেন পান্টু আবার সেই মেয়েকে দিয়েই মাজে মাজে করেন ব্লাকমেইলও হাতিয়ে নেন লাখ লাখ টাকা। এখন কাশীপুরের মানুষের জীবনে অভিশাপ হয়ে গিয়েছে এই পান্টু জিতু ও কবির বাহিনি তাদের জন্য এলাকার যুবকদের হাতে পৌঁছে যাচ্ছেন মরন নেশা ইয়াবা এতে করে যেমন ধংশ করছে যুব সমাজ তেমনি যরে যাচ্ছেন কতশত পরিবার ও তাই এখন কাশীপুর ও ডিগ্রিচড় এলাকা এর বাসিন্দাদের অভিযোগ একটাই এই মরন নেশার কবল থেকে যুব সমাজকে বাচাতে অতিসত্যর পান্টূ, কবির, জিতু গং দের গ্রেফতার করে ফতুল্লা ইউনিয়ন বাসিকে রক্ষা করুন একটাই দ্বাবি করেন মাননীয় পুলিশ সুপার মহাদয় ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এই এলাকার ও ফতুল্লা ইউনিয়নের সকল মানুষ যেনো উল্লেখিত মাদক ব্যবসায়িদের গ্রেফতার করে কঠোর আইনি উদ্যোগ গ্রহন করবেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD