আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার মাসদাইর বেকরী মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৬ ই মে রোজ মঙ্গলবার রাত এগারোটা ত্রিশ মিনিটে তাদের কে ফতুল্লা মডেল থানার মাসদাইর বেকারী মোড় চুন্নু কনফেকশনারি দোকানের সামনের পাকা রাস্তা থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মাসদাইর গোদারাঘাট এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র সাবু (২৯),একই থানার পশ্চিম মাসদাইর শহীদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো:আলী আকবরের পুত্র তানজিল (৩৮), মাসদাইর গোদারাঘাট এলাকার কেয়ামত আলীর বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রশিদের পুত্র সাখাওয়াত উৎসব (২৭) ও পশ্চিম মাসদাইর বেকারী মোড় এলাকার মৃত আলাউদ্দিন মাতব্বরের পুত্র দিদার মাতব্বর (৫৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত এগারোটা ত্রিশ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পলাশ কান্তি রায়,উপ- পরিদর্শক আরিফ শেখ, উপ-পরিদর্শক আসাদুজ্জামান তালুকদার, উপ-পরিদর্শক রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার মাসদাইর বেকারী মোড় চুন্নু কনফেকশনারি দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুইশত চল্লিশ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃসাবু,মোঃতানজিল,মোঃসাখাওয়াত উৎসব ও মোঃ দিদার মাতব্বর কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।