আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে এস এস সি ও সমমান পরিক্ষার্থীদের নির্বিঘ্নে পরিক্ষার হলে পৌঁছাতে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে যানজট মুক্ত মানবিক কর্মসূচি সর্বত্রই প্রশংসা কুড়াচ্ছে।
পরিক্ষার ৮ম দিনে বুধবার (১৭ মে) সকালে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও শাহি মসজিদ এলাকাস্থ সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে দাঁড়িয়ে এ যানজট মুক্ত কর্মসূচি পালন করেছে খান মাসুদের স্বেচ্ছাসেবী কর্মীরা।
এসময় যানজট নিরসনে স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে ট্রাফিকের ভূমিকায় দায়িত্বরত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, উজ্জ্বল আলী, বন্দর থানা ছাত্রলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনু,আল-মামুন, নুর হোসেন নুন্না,মো: সোহাগ,স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল দাস,রতন,লিমন প্রমুখ।