1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

বন্দরে ৬০ পুড়িয়া হেরোইন ও ৫৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২২৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে ৬০ পুড়িয়া হেরোইন ও ৫৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (১৪ মে) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।

এর আগে রোববার (১৪ মে) রাত পৌনে ৩টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ও ফরাজিকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ঘারমোড়াস্থ জনৈক আবু সাঈদ মিয়ার বাড়ি ভাড়াটিয়া  দরবেশ খাজা মিয়ার ছেলে কাউছার (৪৫) একই এলাকার মৃত সাহাদুল্লাহ মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে ভুট্টো (৪৬) ও ফরাজিকান্দা লাহরবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে হান্ডেড মামুন (৫৩)।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৯(৫)২৩।

থানা তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে ঘারমোড়া ও ফরাজিকান্দা এলাকাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD