আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার মোগরাপাড়া, পিরোজপুর ও সনমান্দী ইউনিয়নের ১৫ গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম।
তিতাস গ্যাস সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়নের ১৫ গ্রামে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই উপজেলার সব অবৈধ গ্যাস সংযোগ কার্যক্রম সম্পন্ন হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, সোনারগাঁ থানার পরিদর্শক মাহফুজুর রহমান, প্রকৌশলী তৌফিকুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।