1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

কাশিপুরের শাহীন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিন আলম (২২) নামের এক ইজিবাইক চালককে হত্যা ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনায় নিহতের বড় ভাই তাহেরুল ইসলাম সেলিম (৩৭) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৮-৯ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

গত (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

মামলার প্রধান আসামী আশরাফুল (২০), সহ আকাশ (২৮),নাহিদ (১৯), বাপ্পি (১৯),মুন্না (৪০), পারভিন (৩৫) ও মরজিনা সহ অজ্ঞাতনামা আরো ৮-৯ জন।

এজাহারনামীয় দুই আসামী নাহিদ ও আকাশ কে ঘটনার পরপরই পুলিশ গ্রেফতার করেছে।

(৭মে) রবিবার সন্ধ্যায় ফতুল্লা থানার জালকুড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে, উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, ও উপ-পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে প্রধান আসামি আশরাফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিহত শাহিন ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজিপাড়া এলাকার নজিবুর রহমানের ছেলে।

মামলায় উল্লেখ্য করা হয়, গত (১৮ মার্চ) শনিবার রাত সাড়ে সাতটার দিকে শাহিন ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আসামী আশরাফুলের শরিরে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। পরে শাহিন চলে আসে। রাত পৌনে দুইটার দিকে কাশিপুর হাজীপাড়াস্থ বাসার সামনের রাস্তায় শাহিন কে দেখতে পেয়ে অভিযুক্ত আসামীরা সেখান থেকে নিহত কে চায়ের সামনে নিয়ে গিয়ে মারধর করে। এক পর্যায়ে আশরাফুল তার সাথে থাকা ছুরি দিয়ে শাহিনের তলপেটে ছুরিকাঘাত করে। এতে করে রক্তাক্ত হয়ে শাহিন মাটিতে পরে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহিন মারা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়,গ্রেফতারকৃত এজাহারনামীয় প্রধান আসামী আশরাফুল কে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD