1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

ফতুল্লায় একাধিক মামলার আসামী ছিনতাইকারী আজমীর গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৮১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পেশাদার ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য চুরি, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি আজমীর ওরফে ডাকাত আজমীরকে (২৭) গ্রেপ্তার করেছে  ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকালে তাকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমীর ফতুল্লার দাপা ইদ্রাকপুর দাপা  মসজিদ এলাকার শহিদ ওরফে ডাকাত শহিদের পুত্র।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক সিরাজ মাতাব্বুর সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার সকাল আটটার দিকে দাপা ইদ্রাকপুর দাপা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে আজমীর ওরফে ডাকাত আজমীরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আজমীরের বিরুদ্ধে পুলিশের অস্ত্র চুরি, মাদক, ছিনতাই মামলাসহ নানা অভিযোগে ফতুল্লা মডেল থানা ও ঢাকার কেরানীগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে। 

২০১৮ সালের ১৩ মে রাতে ফতুল্লা থানার তৎকালীন এএসআই সুমন কুমার সঙ্গীয় ফোর্সসহ দাপা ইদ্রাকপুরের ওরিয়েন্টালের বালুর মাঠে নিয়মিত ডিউটি করাকালীন অবস্থায় কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি রাইফেল চুরি করে নিয়ে যায়। 

পরবর্তীতে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি পুকুর থেকে চুরি যাওয়া রাইফেলটি উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে রাইফেল চুরির ঘটনায় আজমীর, পারভেজের (পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত) জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় মামলা হয় আজমীরের নামে। 

ঘটনার তিনদিন পর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় পারভেজ। এর মাসখানেক পর গ্রেপ্তার হয় আজমীর।

ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক সিরাজ মাতাব্বুর জানান, গ্রেপ্তারকৃত আজমীর একজন দুর্র্ধষ পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাছাড়া তার ও তার বাহিনীর সদস্যরা চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD