আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে দিন দিন বেড়েই চলছে মাদক ব্যবসা। সম্প্রতি কালে তা বেড়ে দাঁড়িয়েছে বহুগুন। গত কয়েক মাস ধরেই মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ কোন অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। তবে র্যাবের জালে বিপুল পরিমান মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার হলেও গ্রেফতার কৃত অধিকাংশরাই নারায়ণগঞ্জের বাহিরের। তারা মূলত নারায়ণগঞ্জের উপর দিয়ে মাদক বহন কালে র্যাবের হাতে গ্রেফতার হচ্ছে। তাই বরাবরই অধরা থেকে যাচ্ছে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীরা। তাই অনেকটা নারায়ণগঞ্জে পুলিশের নাকের ডগায় দেদারসে বিক্রি হচ্ছে মাদক।
গত ২৮শে ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নূর ইসলাম ওরফে নইচ্ছাকে পুলিশ গ্রেপ্তার করলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন নইচ্ছা।
গোপন সূত্রে জানা গেছে,পুলিশের সোর্স পাইকপাড়া এলাকার নওফেল এর শেল্টারে মাদক ব্যবসায়ী নুর ইসলাম ওরফে নইচ্ছা মাসোয়ারার বিনিমিয়ে হাজীগঞ্জ এলাকায় দেদারসে মাদক বিক্রি করে বেড়াচ্ছে।
হাজীগঞ্জ মুলিবাশের মোড়ে পুলিশের তালিকাভূক্ত মাদক কারবারি নূর ইসলাম ওরফে নুইচ্চা জেল থেকে বেরিয়ে এখন সিন্ডিকেট বানিয়ে প্রকাশ্য মাদক বিক্রি করছে যা একাধিক সূত্র নিশ্চিত করেছে। ফলে যুবকদের বুক ফুলিয়ে নওয়াপাড়ার অলিগলিতে মাদক সেবন করতে দেখা যায়। হাজীগঞ্জ এলাকার রফিকের চা দোকানের সামনে সন্ধ্যার পর দেখা যায় আড্ডা যেখানে বসে কৌশলে মাদক ব্যবসায়ী নইচ্ছার মাদক বিক্রি।
ফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম দিপু জানান, মাদক নির্মুলে আমার থানার প্রতিটি অফিসার কাজ করে যাচ্ছে কিছুতেই মাদক ব্যবসার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবেনা,আমরা মাদকের সাথে যারা যুক্ত আছে তাদের তালিকা তৈরি করেছি অচিরেই গ্রহণ করবো, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে।