আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার হাজীগঞ্জ বাশমুলি এলাকার মাদক সম্রাট নুর ইসলাম ওরফে নইচ্ছা এখন মাদক ব্যবসা করে কোটিপতি বনে গেছেন। ধ্বংসের পথে এলাকার যুব সমাজ। ধরা ছোয়ার বাইরে মাদক ব্যবসায়ীরা। প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছেন এলাকার সচেতন মহল।
জানা যায়,হাজীগঞ্জ বাশমুলি এলাকার আফতাব উদ্দিনের পুত্র মাদক সম্রাট নুর ইসলাম ওরফে নইচ্ছা ফেনসিডিল, গাঁজা ব্যবসা করে বর্তমানে কোটিপতি।
কিছুদিন আগে পুলিশ মাদক সম্রাট নুর ইসলাম ওরফে নইচ্ছাকে গ্রেফতার করার পরও তিনি আইনের ফাঁক ফোকড় দিয়ে দ্রুত বেরিয়ে আসে। জেল থেকে ছাড়া পেয়ে তারা আবারো বেপরোয়াভাবে জমজমাট ফেনসিডিল, ইয়াবা, হেরোইন,বিয়ার, ব্যবসা চালিয়ে যাচ্ছে।
প্রতিদিনই সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ওই মাদকের ব্যবসা চলে নইচ্ছার বাড়ির সামনের চায়ের দোকানের আড়ালে। জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে মাদকসেবীরা মাইক্রোবাস, সিএনজি, লাইটেস, প্রাইভেট কার ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে মাদকের জন্য ভিড় জমায়। অবাধে মাদক ব্যবসা চললেও বিষয়টি যেন দেখেও না দেখার ভান করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার কিছু প্রভাবশালী নেতা এবং পুলিশের সোর্সের মাধ্যমে পুলিশকে ম্যানেজ করে প্রতিদিন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসায়ী নুর ইসলাম ওরফে নইচ্ছা।