আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ বছরের শিশু আবদুল্লাহকে হত্যার ঘটনায় সৎ বাবা আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে, গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় জুয়েল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আব্দুল্লাহর মা স্বপ্না আক্তার এবং সৎ বাবা আরিফের সঙ্গে সিদ্ধিরগঞ্জে থাকত। গ্রেপ্তার সৎ বাবা সোমবার তাকে মারধর করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আব্দুল্লাহকে ওই রাতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে মা স্বপ্না। কিন্তু তাতে বাধা দেন সৎ বাবা আরিফ। অবস্থার অবনতি হলে পরের দিন সকালে রাজধানীর মাতুয়াইল মাতৃসনদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে স্বপ্না আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় আরিফকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।