1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে সাবেক স্ত্রীসহ ২জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সারোয়ার (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগে সাবেক স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. বাবুল প্রধান (৬২) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। 

আজ বুধবার (২৬ এপ্রিল) সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন সারোয়ারের সাবেক স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) ও পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা আমেনা ওরফে রহিমা বেগম (৪৫)। 

এ নিয়ে ওসি গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সারোয়ারের সাবেক স্ত্রীসহ দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ দুপুরে তাঁদের আদালতে হাজির করা হবে।’ 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সারোয়ার দুবাইপ্রবাসী ছিলেন। বিদেশ থাকাকালে ফরিদা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক সম্মতিতে তাঁরা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর সারোয়ার জানতে পারেন ফরিদা ইয়াসমিনের আগেও আরেকটি বিয়ে হয়েছিল। সেই সংসারে দুটি সন্তানও রয়েছে তাঁর। একপর্যায়ে তিনি স্ত্রীকে তালাক দেন। 

গত ১৬ এপ্রিল আনুমানিক রাত ১১টার দিকে কথা আছে বলে ফরিদা ইয়াসমিন মিজমিজি পাইনাদী নতুন মহল্লার হাজি শামসুদ্দিন স্কুলের পাশে রহিমা বেগমের বাড়িতে ডেকে আনেন সারোয়ারকে। কথামতো রহিমার বাসায় গেলে ফরিদা ইয়াসমিন তাঁকে লাচ্ছি ও কেকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাঁর লিঙ্গ কেটে ফেলা হয়। এরপর
ফরিদা ইয়াসমিন ও রহিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারোয়ারকে ভর্তি করেন এবং তাঁরা পালিয়ে যান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD