আমার নারায়ণগঞ্জঃ
বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৫ মনোয়নপত্র ক্রয় ও জমা শেষ দিনে ১৩ পদে ১৭ জন জমা দিয়েছেন।
২৬ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত মনোয়নপত্র ক্রয় ও জমা নেয়া হয়। বন্দর প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের নিকট প্রার্থীরা মনোয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনার বিএম ইউনিয়ন স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান ও সাংবাদিক কবির হোসাইন উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল জানান, প্রেসক্লাবের ১৩ পদে ১৮টি মনোয়নপত্র ক্রয় ও মনোয়নপত্র জমা দেন। তারা হলেন, সভাপতি পদে কমল খান, সহ-সভাপতি পদে মোঃ মামুন মিয়া, মাহফুজুর আলম জাহিদ, মেহেবুব মিয়া, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ছিদ্দিকী, নাসির উদ্দিন, নুরুজ্জামান মোল্লা, সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন, আরিফ হোসেন কনক, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শাহজামাল ও মেহেবুব মিয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় আহমেদ জয়, কার্যকরি সদস্য শাহ আলী মোঃ পিন্টু খান, ইমরান মৃধা ও দিন ইসলাম দিপু।
এর মধ্যে সহ-সভাপতি দুই পদে ও সাধারণ সম্পাদক এক পদে তিনজন করে এবং সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী করছেন। এর মধ্যে প্রচার সম্পাদক পদে মেহেবুব মিয়া প্রত্যাহার আবেদন করেছেন, তিনি সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিবেন। ২৮ এপ্রিল তাদের মধ্যে কেউ প্রত্যাহার না করলে ১মে ভোটে মুখোমুখি হবেন।
১ মে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৩ জন ভোটার তাদের প্রতিদ্বন্দ্বিতা নেতৃত্বে সৃস্টির লক্ষ্যে ভোট দিবেন।