1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

মহাঅঘটন ঘটিয়ে ভারতকে হারাল পাকিস্তান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার পঠিত

আগের ম্যাচে থাইল্যান্ডের মতো দুর্বল দলের কাছে হেরে মহাঅঘটন ঘটিয়েছিল পাকিস্তান।

শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন খেলবে তা নিয়েই ছিল যত দুশ্চিন্তা পাকিস্তান শিবিরে।

কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো চান-তারার দেশটি।

স্নায়ুচাপকে জয় করে ভারতের বিপক্ষে ১৩ রানে জিতল পাকিস্তানের মেয়েরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে শুক্রবার আগে ব্যাট করে মাত্র ১৩৭ রানের পুঁজি পায় পাকিস্তান।

বিসমাহের দলের এ স্বল্প পূঁজিই ডিঙাতে পারেনি ভারত। পাকিস্তানের বোলিং তোপে ২ বল বাকি থাকতে ১২৪ রানেই থামে ভারতের মেয়েরা।

৯১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হারমানপ্রিত কাউরের দল। তবে শেষদিকে ১৩ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৬ রান করে দলকে একাই টেনে নিচ্ছেলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।

কিন্তু ইনিংসের ৯ বল বাকি থাকতে সাদিয়া ইকবালের বলে তিনি ফিরলে আর কিছু করতে পারেনি ভারত।

পাকিস্তানের পক্ষে ৩০ রানে ৩ উইকেট শিকার করেছেন নাসরা সান্ধু। ২টি করে উইকেট শিকার করেছেন সাদিয়া আর নিদা দার।

এর আগে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন নিদা দার।

৩৭ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ঝড়ো ইনিংস নিদা। ৩৫ বলে ৩২ করেন অধিনায়ক বিসমাহ মারুফ।
ভারতীয় বোলারদের সামনে আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি।

নিদা ও বিসমাহের ইনিংসের সুবাদে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান।

২৭ রানে নেন ৩টি উইকেট শিকার করেছেন ভারতের দীপ্তি শর্মা। ২৩ রানে দুটি উইকেট শিকার করেন পূজা ভাস্ত্রাকর

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD