1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে নাশকতা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। সোনারগাঁ থানার মামলা নং- ৯ (১২) ২২)

৫ বিএনপি নেতারা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফি মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ শিকদার।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, জামিনের শুনানির পূর্ব নির্ধারিত তারিখে আজ তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এদিকে এজলাস থেকে বের হলে পুলিশ তাদের নিয়ে যাবার সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন।

জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, মামলা একেবারে মিথ্যা ভিত্তির উপর দায়ের করা। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD