1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৪ মাত্রার ভূমিকম্প অনুভুত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে ৪ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে।মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৬ মিনিটে পর পর কয়েকবার ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠে নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু এলাকা।

এতে আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দাদের অনেকে। ভূমিকম্প তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে ২১ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। যার গভীরতা ২৯ কিলোমিটার।

একই তথ্য নিশ্চিত করেছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।  
তবে ভূকম্পনের কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার রাত ২টা ৫৫ মিনিটে আমার নারায়ণগঞ্জকে বলেন, আমাদের কাছে নারায়ণগঞ্জে বা আশপাশের এলাকায় ভূমিকম্পের কোনো তথ্য নেই। সর্বশেষ তথ্য আছে ইন্দোনেশিয়ার ভূমিকম্পের।

এদিকে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, ভূমিকম্প হয়েছে শুনেছি। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাইনি। আমরা প্রস্তুত আছি।

এদিকে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জে। ভয়ে বিভিন্ন এলাকায় মানুষ বাসা-বাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি তুলে ধরেন।

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ভূমিকম্প অনুভূতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তার সেই স্ট্যাটাসে অনেকেই ভূকম্পন অনুভব করেছেন জানিয়ে মন্তব্য করেছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD