1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

ফতুল্লায় সাত বছর বয়সী শিশুকে অপহরণের অভিযোগে বৃদ্ধা গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় সাত বছর বয়সী শিশু শামীমকে অপহরণের অভিযোগে দুলালী (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিখোঁজ শামীম ফতুল্লা মডেল থানার শাসনগাও বিসিক কলাবাগানেরহাবিবুর রহমান ওরফে হাবুল্লার বাড়ির ভাড়াটিয়া মোঃ আরিফের ছেলে।

সোমবার (২৪ এপ্রিল) সকালে তাকে ফতুল্লার শাসনগাও  বিসিক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০ এপ্রিল নিজ বাড়ীর সামনে থেকে শিশুটিকে অপহরন করা হয়।

গ্রেফতারকৃত দুলালী রংপুর জেলার বদরগঞ্জ থানার রাজিবপুরের রাধানগর লালদীঘির মৃত জাহিদের স্ত্রী। 

শামীম অপহরণের ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত দুলালী সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন কে আসামী করে  ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ্য করা হয়, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে নিখোঁজ শামীম তার দুই বন্ধু  রকি (১০) ও মেহেদী (৯) কে নিয়ে নিজ বাড়ীর সামনে খেলা করছিলো। এমন সময় অভিযুক্তরা শামীম সহ তার বন্ধুদের কে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তাদের সাথে যেতে বলে। এতে তারা অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে অভিযুক্তরা পুনরায় এসে বাদীর ছেলে শামীম কে টাকা প্রলোভন দেখিয়ে তাদের সাথে করে একটি অটোরিক্সায় করে ঢাকা-নারায়ণগঞ্জ রোড দিয়া কাশীপুরের দিকে চলিয়া যায়। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জানান, মামলা হয়েছে। অভিযুক্তনামীয় আসামী দুলালী কে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেস্টা সহ জড়িত সহযোগিদের গ্রেফতারের চেস্টা  করা হচ্ছে বলে তিনি জানান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD