1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

জামিনে বের হয়ে আবারো তৎপর মাদক ব্যবসায়ী নইচ্ছা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জ বাশমুলি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলাম ওরফে নইচ্ছার রমরমা মাদক ব্যবসা। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেফতারের পরও নইচ্ছার মাদক বিক্রির দৌরাত্ম যেন কিছুতেই কমানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে হাজীগঞ্জ বাশমুলি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে নুর ইসলাম ওরফে নইচ্ছা ও তার সহযোগীসহ বেশ কিছু মাদক কারবারী দিনে দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করছে। যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মাদক ব্যবসায়ীরা।

সূত্রে জানা যায়, বাশমুলি এলাকার রমরমা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে মাদকের ডিলার নুর ইসলাম ওরফে নইচ্ছার একাধিক সহযোগী। তারা একাধিকবার পুলিশের কাছে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে ফের আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরেছে। নুর ইসলাম ওরফে নইচ্ছা হাজীগঞ্জ এলাকার বড় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। তার এই রমরমা ইয়াবা ব্যবসায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা গেছে। সেখান তার মাদক ব্যবসায়ীরা ওই এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার স্থানীয় এক ব্যক্তি বলেন, আসলে মাদক এই রাষ্ট্র ও সমাজের মারাত্মক একটি ব্যাধি। নুর ইসলাম আসলেই একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। সে হাজীগঞ্জ এলাকায় নিজের বাস-ভবনে প্রশাসনের চোখ ফাকি দিয়ে প্রকাশ্য মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা করেই নুর ইসলাম কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে আবার সেই মাদক ব্যবসায় জড়িয়ে পরে। বর্তমান যুবসমাজকে রক্ষা করার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

হাজীগঞ্জ এলাকার বাসিন্দা মামুন বলেন, নুর ইসলামের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। আমরা সাধারণ অসহায় মানুষ ভাই। যারা মাদক ব্যবসা করছে তারা অনেক শক্তিশালী। কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল ইক দিপু বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালিই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD