1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

বন্দরে ৫ কেজি গাঁজা সহ মাদক সম্রাজ্ঞী তাসলিমা গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমানের চৌকসতায় সঙ্গিয় ফোর্স সহ মঙ্গলবার ১৮ এপ্রিল রাত আনুমানিক ৮ টায় বন্দরের মদনপুর সিএনজি স্ট্যান্ড থেকে ১টি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী তাসলিমা (৪০) সোনারগাঁয়ের মুছারচর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা জানান সে মদনপুরে এই গাঁজা সরবরাহ করার উদ্দেশ্যে এসেছেন। এবং গাজা গুলো আড়াইহাজার থেকে নিয়ে আসা হয়েছে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গিয় ফোর্স মদনপুর সিএনজি স্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী তসলিমার সাথে পলিথীন মোড়ানো ব্যাগ হতে ৫ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি তাসলিমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার স্বামী দেলোয়ার সহ তাসলিমার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত তাসলিমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD