আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক বৈদ্যুতিক মেকানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন দক্ষিণবাজার শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত মিলন মিয়া (৭২) উপজেলার হাটাব আতলাশপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন দক্ষিণ বাজারে বৈদ্যুতিক মেকানিক হিসেবে কাজ করে আসছেন মিলন মিয়া।
সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করার জন্য দোকান থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, বহু খোঁজাখুঁজির পর মিলন মিয়াকে না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।