মোঃ সজীব হোসেন, (নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি):
শহরের চাষাড়াস্থ গ্রান্ড হল রেস্টুরেন্টে আজ রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোটারিয়ান তাসবিহ হুসাইন এর সৌজন্যে আয়োজিত এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক গভর্ণর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, ডিস্ট্রিক গভর্ণর ইলেক্ট মোঃ আশরাফুজ্জামান নান্নু, ডিস্ট্রিক গভর্ণর নমিনি হাফিজ ইউ বিপ্লব, পিডিজি জামাল উদ্দিন, পিডিজি শ্যাম শওকত হোসেনসহ ডিস্ট্রিকের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশাল এই আয়োজন বিভিন্ন ক্লাবের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলের স্বত:স্ফূর্ত আয়োজনে এই অনুষ্ঠানটি সফলতা লাভ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপি তাসবিহ হুসাইন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। তিনি সবার জন্য উপহারের ব্যবস্থা করেন এবং সবাইকে যাবার সময় তা নিয়ে যাবার অনুরোধ রাখেনি। ইফতারের পূর্বে মোনাজাতে সকলের জন্য দোয়া করা হয় । ইফতারের পরিবেশন করা হয় বৈচিত্র্যপূর্ণ খাবার। ইফতার শেষে কিছুক্ষণ ফেলাশিপ ও চা পর্ব শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।