আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন একটি গ্যারেজ থেকে এক হাজার ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, রোববার রাতে রামারবাগ এলাকার সুরুজ মিয়া মালিকানাধীন ট্রাকের গ্যারেজে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার নূর ইসলাম (২৮) কুমিল্লার মুরাদনগর থানার দাররা দিঘিরপাড় গ্রামের লিলু মিয়ার ছেলে। তিনি ওই গ্যারেজের নিরাপত্তা প্রহরীর কাজ করেন।
তানভীর মাহমুদ বলেন, “গোয়েন্দা নজরদারি ও গোপন খবরে র্যাব-১১ এর সিপিসি-১ এর একটি দল মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য নূর ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে গ্যারেজের সামনে ময়লার ড্রেনেজের ভেতরে চারটি বস্তায় লুকানো এক হাজার ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারেও চেষ্টা চালাচ্ছে র্যাব।”
তিনি আরও বলেন, “নূর ইসলাম সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সবাই গাড়ি চালক, হেলপার, মেকানিক, সিকিউরিটি গার্ড। যারা সাধারণ পেশার আড়ালে মাদকদ্রব্য পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।”
নূর ইমলামের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।